
কি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে একমি চট্টগ্রাম। আজ প্রথম কোয়ালিফায়ারে রুপায়ন সিটি কুমিল্লাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। জোড়া গোল করে সব আলো কেড়ে নিয়েছেন ভারতীয় ফরোয়ার্ড দেভিন্দার বালমিকি।
ম্যাচের ২৩ মিনিটে পুস্কর খিসা মিমোর ফিল্ড গোলে এগিয়ে যায় রুপায়ন কুমিল্লা।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ফেরার সুযোগ আসে একমির সামনে কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা গোলে পরিণত হয়নি। অবশেষে ৪৯ মিনিটে একমি চট্টগ্রামকে সমতায় ফেরান দেভিন্দার। হাসান যুবায়ের নিলয়ের শট গোলরক্ষক জাহিদ হোসেন ফিরিয়ে দেন। তবে ফিরতি বল জালে জড়ান ভারতের এই ফরোয়ার্ড। চার মিনিট বাদে আবারো সেই দেভিন্দার ঝলক। পেনাল্টি কর্নার থেকে গোল করে একমি চট্টগ্রামের ফাইনাল নিশ্চিত করেন তিনি।
এ ম্যাচ হেরে গেলেও ফাইনালে খেলার আরো একটি সুযোগ পাচ্ছে রুপায়ন কুমিল্লা। দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল তাদের প্রতিপক্ষ এলিমিনেটরের মোনার্ক পদ্মা ও মেট্রো বরিশালের মধ্যকার জয়ী দল। আসরের ফাইনাল আগামী ১৭ নভেম্বর।